ENGLISH  |  ARABIC  |  NNBDJOBS  |  BLOG
সর্বশেষ:

স্পোর্টস ডেস্ক:

৬ জানুয়ারি ২০১৯, ২৩:০১

‘স্যার স্মিথ আমাকে এত দৌড়াচ্ছে কেন!’

10076_image.jpg
বিপিএলের চলমান ষষ্ঠ আসর শুরুর আগেই কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়কের দায়িত্ব দেয়া তামিম ইকবালকে। শনিবার হঠাৎ করেই তামিমের পরিবর্তে অধিনায়কের দায়িত্ব দেয়া হয় স্টিভ স্মিথকে।

বল বিকৃতির ঘটনায় এক বছর নিষিদ্ধ হওয়া স্মিথকে কুমিল্লার অধিনায়কের দায়িত্ব দেয়ার পূর্বে তামিমের সঙ্গে আলোচনা হয়েছে কি? এমন প্রশ্নের জবাব এড়িয়ে দলটির কোচ সালাউদ্দিন বলেন, আজ তামিমের খুব কষ্ট হয়েছে। তামিম আমাকে বলেছে, স্যার স্মিথ আমাকে এত দৌড়াচ্ছে! সবাইকে ও খুব সক্রিয় রেখেছে। এটা ইতিবাচক। ছেলেদের কষ্ট হবে বুঝতে পারছি।

সালাউদ্দিন আরও বলেন, যারা ভালো ফিল্ডার তাদের অনেক দৌড়াদৌড়ি করতে হবে। এটা খুব ভালো দিক। স্মিথ অনেক বেশি অভিজ্ঞ। পাশাপাশি এ টুর্নামেন্টে ভালো খেলার জন্য ও নিজেও বেশ উৎগ্রীব।

স্মিথ প্রসঙ্গে কোচ আরও বলেন, স্মিথ অনেক ইতিবাচক। সে খেলাটা খুব ভালো চিন্তা করে। যদি খেলা ১০ ওভারে থাকে তাহলে ও দুই ওভার পর কী হবে এ নিয়েও চিন্তা করে। তার এই দিকটা বেশ ভালো লাগছে।

উল্লেখ্য, নিজেদের প্রথম খেলায় ডেভিড ওয়ার্নারের সিলেট সিক্সার্সের বিপক্ষে চার উইকেটে জয় পায় কুমিল্লা।