ENGLISH  |  ARABIC  |  NNBDJOBS  |  BLOG
সর্বশেষ:

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি,

৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:০২

ইবিতে শীতকালীন ছুটি শুরু সোমবার

1027_IU20180203161945.jpg
ইসলামী বিশ্ববিদ্যালয়ের শীতকালীন ছুটি শুরু হচ্ছে আগামী সোমবার (৬ ফেব্রুয়ারি)। শনিবার (৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার এস এম আবদুল লতিফ বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, ৬ ফেব্রুয়ারী থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটি চলবে। এদিকে ১৫ ও ১৬ ফেব্রুয়ারি (বৃহষ্পতিবার, শুক্রবার) সাপ্তাহিক ছুটি থাকায় ১৭ ফেব্রুয়ারি যথারীতি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হবে। তবে এবারের শীতকালীন ছুটি উপলক্ষে আবাসিক হলসমূহ খোলার রাখার সিদ্ধান্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক আশরাফুল আলম।

উল্লেখ্য, শীতকালীন ছুটি গত ডিসেম্বর ২৩ থেকে জানুয়ারীর ৩ তারখি পর্যন্ত হওয়ার কথা ছিল। কিন্তু ৭ জানুয়ারী অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তন উপলক্ষে এ ছুটি পিছিয়ে ৬ ফেব্রুয়ারী থেকে ১৭ ফেব্রুয়ারী করা হয়।