নীলফামারী জেলা থেকে আগত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের(জবি) বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের সংগঠন নীলফামারী জেলা ছাত্র কল্যাণ সংসদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আলোচরা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জবির ভাষা শহীদ রফিক ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জবিতে নতুন সেশনে ভর্তি হওয়া নীলফামারী জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময়, নতুন সদস্য সংগ্রহ, নবীন বরণ ও শিক্ষা সফরসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
জেলা থেকে আগত জবির নতুন, বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের মিলনমেলায় মুখরিত হয়ে উঠে পুরো ক্যাম্পাস।
অনুষ্ঠানে নীলফামারী জেলা ছাত্র-কল্যাণের সভাপতি জোবায়ের সিদ্দিকী জেমস-এর পরিচালনা ও সাধারণ সম্পাদক নাজমুল হক-এর সঞ্চালনায় জেলা কল্যাণের সাবেক সহ-সভাপতি মশিউর রহমান ও সাবেক সাংগঠনিক সম্পাদক রিফাত রাজ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।