ENGLISH  |  ARABIC  |  NNBDJOBS  |  BLOG

জুনাইদ কবির,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি

২ এপ্রিল ২০১৯, ১৪:০৪

ঠাকুরগাঁওয়ে ১২ তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

11167_5.jpg
সহায়ক প্রযুক্তির ব্যবহার অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তির অধিকার-প্রতিপ্যাদ্যকে সামনে রেখে বরিশালে ১২ তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০১৯ পালিত হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসন, সমাজসেবা কার্যালয় ও স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ সংস্থা জেলা শাখার আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

জেলা সমাজসেবা কার্যলয়ের উপ-পরিচালক, আবু বক্কর সিদ্দীক এর সভাপতিত্বে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষে ঠাকুরগাঁও জজ কোর্ট চত্বর থেকে র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা অডিটোরিয়াম বিডি হলে এসে র‌্যালি শেষে এক আলোচনা সভা ও বুদ্ধি প্রতিবন্ধী অটিজম শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম।

বক্তব্য রাখেন, সদর উপজলো আঃলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য নজরুল ইসলাম স্বপন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জাবেদ আলী, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তা এস. এম. হুমায়ুন কবির সহ অনেকে।

আলোচনা পর্ব শেষে বুদ্ধি প্রতিবন্ধীদের অংশ গ্রহনে পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।