ENGLISH  |  ARABIC  |  NNBDJOBS  |  BLOG

এনএনবিডি, ঢাকা

৪ এপ্রিল ২০১৯, ১৪:০৪

সোমবারের মধ্যে দাবি আদায় না হলে আবারো কর্মসূচী: ভিপি নূর

11181_5.jpg
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলে লাঞ্ছনার ঘটনায় বিচারের দাবিতে বুধবার সকালে উপাচার্যের সঙ্গে বৈঠকের পর ভিপি নূর বলেন, আগামী সোমবারের মধ্যে দাবি আদায় না হলে আবারো কর্মসূচী দেয়া হবে।
এসময় তিনি আলোচনা ফলপ্রসূ হয়েছে বলেও জানান। এবং আহুত কর্মসূচী প্রত্যাহারের কথাও জানান।

আজ সকাল সাড়ে ৯টার পর উপাচার্যের কার্যালয়ে ঘণ্টাব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এস এম হলের ঘটনা খতিয়ে দেখে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন বলে জানা গেছে।