ENGLISH  |  ARABIC  |  NNBDJOBS  |  BLOG

এনাম‌ুল আনাম, কি‌শোরগঞ্জ প্র‌তিনি‌ধিঃ

১১ এপ্রিল ২০১৯, ১৮:০৪

নুসরাতের হত্যাকারীদের ফাঁসির দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন

11260_11.jpg
ফেনীর সোনাগাজির মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির হত্যাকারীদের ফাঁসির দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন করেছে গুরুদয়াল সরকা‌রি কলেজের ওয়াসিমুদ্দিন মুস‌লিম হলের শিক্ষার্থীরা।
আজ(১১এ‌প্রিল) বৃহস্পতিবার বিকেলে জেলা শহরে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

‌বি‌ক্ষোভ মি‌ছি‌লে, আমার বো‌নের মৃত্যু বৃথা যে‌তে দেব না, ধর্ষক কখনো ধা‌র্মিক হ‌তে পা‌রেনা, বাংলার মা‌টি‌তে ধর্ষ‌কের ঠাই নাই ঠাই নাই, ধর্ষ‌কের বিচার চাই ফাঁসি চাইসহ বি‌ভিন্ন ধ‌রনের স্লোগান দি‌তে থা‌কে। বি‌ক্ষোভ মি‌ছিল‌টি ক‌লেজ ছাত্রাবাস থে‌কে বের হয়ে শহ‌রের বি‌ভিন্ন গুরুত্বপূর্ণ প‌য়েন্ট প্রদক্ষিন ক‌রে কালীবা‌ড়ি মো‌ড়ে এসে মানববন্ধন ক‌রে।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন,ওয়াসিমুদ্দিন মুসলিম হলের শিক্ষার্থী মাহবুবুল আলম,রিয়াদুস সালেহীন, বিপুল, মিজানুর রহমান, দেলোয়ার,আসিফসহ অনেকে। এ সময় শিক্ষার্থীরা ফেনীর সোনাগাজির মাদ্রসাছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে নৃশংসভাবে হত্যার তীব্র নিন্দা জানিয়ে সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ-দৌলা ও তার সহযোগিদের ফাঁসির দাবি জানান।