ENGLISH  |  ARABIC  |  NNBDJOBS  |  BLOG

এনামুল হক এনাম, কি‌শোরগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

১৫ এপ্রিল ২০১৯, ১২:০৪

তবুও স্বপ্ন দে‌খে সেই বৈশাখে

11288_20190318_230641.jpg
এ‌তোটুকু বয়‌সে নি‌জের জীবনসহ আস্ত একটি সংসা‌রের বোঝা ব‌য়ে বেড়া‌নোর শিশু‌দের সাম‌নে কতটা অন্ধার তা শুধু তারাই বু‌ঝে। উজ্জ্বল এক‌টি ভ‌বিষ্য‌তের সামান্যতম সম্ভাবনা কি তা‌দের আ‌ছে? ঠিক তা‌দের জায়গায় দা‌ড়ি‌য়ে হ্যাঁ বলার দুঃসাহসটুকুই বা কার আ‌ছে ? তবুও তা‌দের স্বপ্ন পুরুপু‌রি শেষ হ‌য়ে যায়না। তা‌দের ঘা‌মে ভেজা ক্লান্ত স্বপ্নটা বে‌চেঁ থা‌কে জীব‌ন বাচাঁ‌নোর শেষ অবলম্বন হি‌সে‌বে।
ওরা ব‌লে-

"আমরারও মন চায় লেহা ফরা কই‌রে বড় অই‌তাম, ইচ্ছা ক‌রে রমনার বটমূ‌লে যাইতাম, ফা‌নি ভাত ইলশা মাছ খাইতাম, কার অত কষ্ট করন মন চায় কইন‌ছে? কিতা করাম এইডাই আমরা বৈশাখ! আমরা ম‌নে ক‌রি সাম‌নে বৈশা‌খে কফাল বু‌ঝি বদলাই‌বো কই‌ত্তো? বদলায় না"

একগুচ্ছ ইচ্ছা ভে‌সে যায় নিয়‌তির গঙ্গায়। তখনই শরীর থে‌কে ঝ‌ড়া ঘা‌মের সা‌থে সা‌থে ঝ‌ড়ে যায় তা‌দের সকল ইচ্ছাগু‌লে‌া। ত‌বে র‌য়ে যায় শুধু ম‌লিন স্বপ্নগু‌লো, দু মু‌ঠো ডাল ভা‌তের আশায়।