ENGLISH  |  ARABIC  |  NNBDJOBS  |  BLOG

চুয়াডাঙ্গা প্রতিনিধি

১৬ এপ্রিল ২০১৯, ১১:০৪

চুয়াডাঙ্গায় মাটিচাপায় ২ শ্রমিক নিহত

11298_jjjjjj.jpg
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার শেখ ইটভাটায় কাজ করার সময় মাটিচাপায় দুই শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন একজন।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে দামুড়হুদার জয়রামপুর এলাকায় শেখ ইটভাটায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দামুড়হুদার নতুন বাস্তপুর এলাকার ইউনুস আলীর ছেলে বাবু (৩৫) এবং একই উপজেলার কেশবপুর গ্রামের কালা চাঁদ মণ্ডলের ছেলে মামুন (৪৫)।

দামুড়হুদা মডেল থানার ওসি শুকুমার বিশ্বাস জানান, সকালে শেখ ইটভাটায় মাটি কেটে ইট তৈরির কাজ করছিলেন শ্রমিকরা। এ সময় মাটিধসে শ্রমিকদের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই বাবু ও মামুন মারা যান। এ সময় আহত হন আরও এক শ্রমিক।

তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মৃতদেহ একই হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান ওসি।