ENGLISH  |  ARABIC  |  NNBDJOBS  |  BLOG

ময়মনসিংহ প্রতিনিধি

২০ এপ্রিল ২০১৯, ১৩:০৪

ময়মনসিংহে ট্রাক-অটোর সংঘর্ষে নিহত ৪

11332_mmm.jpg
ময়মনসিংহ সদর উপজেলায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ছয়জন।

আজ শনিবার বেলা ১১টার দিকে ময়মনসিংহ-শেরপুর সড়কে উপজেলার আলালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন।

তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। নিহতদের মধ্যে একজন নারী। তাঁরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন।

এসআই আরো জানিয়েছেন, ট্রাকটি ময়মনসিংহ থেকে শেরপুরের দিকে যাচ্ছিল আর অটোরিকশায় করে যাত্রীরা ময়মনসিংহের দিকে আসছিল। আলালপুর এলাকায় দুটি যানবাহনের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই চারজন নিহত হয়। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

নিহতদের পরিচয় শনাক্ত ও ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।