ENGLISH  |  ARABIC  |  NNBDJOBS  |  BLOG

জুনাইদ কবির,ঠাকুরগাঁও প্রতিনিধি :

৯ এপ্রিল ২০১৮, ১৩:০৪

ঠাকুরগাঁওয়ে ইএসডিওর প্রতিষ্ঠা বার্ষিকী পালন

2530_esdo.jpg
নানা আয়োজনের মধ্যে দিয়ে ঠাকুরগাঁওয়ে ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) তিন দশক পূর্তি পালন করা হয়েছে।

“আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে, আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে” এই স্লোগানকে সামনে রেখে রবিবার বিকেলে শহরের গোবিন্দনগর এলাকায় ইএসডিওর প্রধানা কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং একই জায়গায় এসে শেষ হয়।

র‌্যালিটির উদ্বোধন করেন ইএসডিও’র নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান। এসময় ইএসডিও’র পরিচালক প্রশাসন সেলিনা আখতার, দৈনিক লোকায়ন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. সাকের উল্লাহ সহ ইএসডিও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ইএসডিওর তিন দশক পূর্তি উপলক্ষে আগামীকাল বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, সম্মাননা প্রদানসহ নানা কর্মসূচি। কর্মসূচিতে প্রধান অতিথি থাকবেন পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জামান।