ENGLISH  |  ARABIC  |  NNBDJOBS  |  BLOG
সর্বশেষ:

ও এফ এম মাসুম, চট্টগ্রাম প্রতিনিধি

১১ এপ্রিল ২০১৮, ১৪:০৪

চট্টগ্রামে পাহাড়ের খাদে ঝুঁকিপূর্ণ বসতি উচ্ছেদ অভিযান

2582_cgi.jpg
জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেলোয়ার হোসেনের নেতৃত্বে নগরীর মতিঝর্ণায় ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসতি উচ্ছেদে বাধা দিয়েছে স্থানীয় লোকজন।

বুধবার (১১ এপ্রিল) সকাল ১০টা থেকে এ উচ্ছেদ অভিযান শুরু হয়।

অভিযানের শুরুতেই নগরীর লালখানবাজার ওয়ার্ডের মতিঝর্ণা এলঅকার পাহাড়ের খাদে ঝুঁকিপূর্ণভাবে থাকা বেশ কয়েকটি ঘরের স্থাপনা ভেঙে দেয়া হয়। এসময় বেশ কয়েকটি ঘরের বিদ্যুৎ সংযোগও বিছিন্ন করা হয়।

উচ্ছেদ কার্যক্রম শুরু হওয়ার কিছুক্ষণ পরেই স্থানীয় নারীরা বিক্ষোভ শুরু করে। উচ্ছেদে দায়িত্বরত পুলিশের নারী কনস্টেবলদের সাথে বাকবিতণ্ডা করতে থাকে। এসময় পুলিশ তাদের সরিয়ে দিতে চাইলে উত্তেজনা সৃষ্টি হয়।

চান্দগাঁও সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাব্বির রহমান সানি বলেন, ‘প্রশাসনের নির্দেশনায় মতিঝর্ণার ঝুঁকিপূর্ণ পাহাড়ের খাদে বসবাসকারীদের সরে যেতে ইতিমধ্যে বেশ কয়েকবার মাইকিং করা হয়েছে। পাশাপাশি অবৈধভাবে বসবাসরতদের মঙ্গলবারের (১০ এপ্রিল) মধ্যে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছিল। নির্দেশনার পরেও তারা সরে যায় নি। তাদের উচ্ছেদ করতে অভিয‍ান চলছে।’

এসময় পাহাড়ের খাদে বসবাসরত রুনু বেগম নামে এক স্থানীয় নারী বলেন, ‘আমরা তো এখানে ৫ বছরেরও বেশি সময় ধরে থাকি। বর্ষা আসলে আমরা সতর্ক থাকি। প্রতিবছর বর্ষা মৌসুম আসার আগে ম্যাজিস্ট্রেট এসে আমাদের উচ্ছেদ করতে চায়। আমরা এসব মানবো না।’

এ সময় নগর পুলিশ, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, চট্টগ্রাম সিটি করপোরেশন, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।