ENGLISH  |  ARABIC  |  NNBDJOBS  |  BLOG
সর্বশেষ:
ব্রেকিং নিউজ
  • অমর একুশে বইমেলা চলবে ১৭ মার্চ পর্যন্ত**
  • টাঙ্গাইলের কালিহাতিতে তিনটি ট্রাকের সংঘর্ষে ১ জন নিহত
  • গাইবান্ধায় পুলিশের সাথে বিএনপি’র ধাওয়া-পাল্টা ধাওয়া
  • ঘোষণা ছাড়াই বন্ধ পাসপোর্ট কার্যক্রম, ভোগান্তিতে মানুষ

এনএনবিডি ডেস্ক

৮ মার্চ ২০২২, ১৯:০৩

শ্রীলংকার বিপক্ষে বড় জয় ভারতের

26100_05.jpg
প্রতিকি ছবি
বিরাট কোহলির শততম টেস্টে বড় জয় পেয়েছে ভারত। আনুশকার জীবনসঙ্গীর সেলিব্রেশনেও যেন সেই আমেজ। এবার পুষ্পাজ্বরে মাতালেন কোহলিও। মাঠেই আল্লু অর্জুনের ভাইরাল হওয়া সেই বিখ্যাত ভঙ্গি করলেন। জিতে নিলেন অনুরাগীদের মন।

ভারতীয় সংবাদমাধ্যমের এবিপির এক প্রতিবেদনে বলা হয়েছে, মোহালি টেস্ট কোহলির ক্যারিয়ারে অন্যতম মাইলস্টোন ছিল। শ্রীলংকার বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচের হাত ধরে শততম টেস্ট খেলে ফেললেন কোহলি। আর সেই ম্যাচেই শ্রীভল্লির স্টাইলে বুঝিয়ে দিলেন ‘পুষ্পারাজ ঝুঁকেগা নহি’।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এখন ভারতীয় ক্রিকেট যেন পুষ্পাজ্বরে আক্রান্ত। এর আগে হার্দিক পান্ডিয়া, রবিন্দ্র জাদেজার মতো তারকাদেরও পুষ্পার স্টাইলে মজে থাকতে দেখা গেছে। জাদেজা তো উইকেট নিয়ে বা ম্যাচশেষে সাক্ষাৎ শ্রীভল্লির স্টাইলে সেলিব্রেশন করেছেন। তবে মোহালিতে ভারত বনাম শ্রীলংকা প্রথম টেস্ট ম্যাচের তৃতীয় অর্থাৎ শেষ দিনে ‘পুষ্পারাজ’ স্টাইলে কোহলি বুঝিয়ে দিলেন, তিনি সহজে দমে যাওয়ার পাত্র নন, যা নিয়ে সোশ্যাল মিডিয়ায়ও বেশ আলোড়ন পড়ে গেছে।

বিরাট কোহলির শততম টেস্ট স্মরণীয় করে রাখল টিম ইন্ডিয়া। মোহালিতে মাত্র তিন দিনের মধ্যে শ্রীলংকাকে ইনিংস ও ২২২ রানে হারিয়ে দিয়েছে ভারত। সেই সঙ্গে টেস্ট সিরিজে ১-০ এগিয়ে গেলেন রোহিত শর্মারা।