জনপ্রিয় নির্মাতা মালেক আফসারীর বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণের অভিযোগ এনেছেন একসময়ের জনপ্রিয় নায়িকা অরুণা বিশ্বাস।
তিনি তেঁজগাও শিল্পাঞ্চল থানায় তিনি একটি জিডিও করেছেন। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন অরুণা বিশ্বাস।
তিনি গণমাধ্যমকে বলেন, হ্যাঁ থানায় জিডি করেছি। তিনি একের পর এক শিল্পীদের নিয়ে বাজে মন্তব্য করবেন আর সেটা সহ্য করব আমি? কখনই না। যে সব ভিডিও বানিয়ে তিনি পোস্ট করেন, এসব কি কোন সুস্থ মানুষের কাজ। তার মতো একজন নির্মাতার তো আরও ভালোবেসে কাজ করার কথা।
প্রসঙ্গত, মালেক আফসারীর জনপ্রিয় নির্মিত চলচ্চিত্রের মধ্যে হচ্ছে, ‘এই ঘর এই সংসার’, ‘হীরা চুনি পান্না’ প্রমূখ। সর্বশেষ তার ‘পাসওয়ার্ড’ সিনেমাটি মুক্তি পেয়েছে। অন্যদিকে অরুণা বিশ্বাসের ‘চাপা ডাঙার বউ’ সহ বেশ আলোচিত চলচ্চিত্র রয়েছে। অভিনয়ের পাশপাশি তিনি নির্মাণের সঙ্গেও জড়িত।