লাল সবুজের পতাকা ঐ
দুলছে দেখো ভাই
আমার মায়ের মধুর হাসি
তাতে খুঁজে পাই।
পরাধীনতার শিকল থেকে
স্বাধীন হলো দেশ
গর্বে মোদের বুুক ভরে যায়
নেই যে তারই শেষ।
মানুষে মানুষে ঐক্য গড়ব
দেখবে জগৎবাসী
স্বাধীন হয়েছি স্বাধীন থাকব
আমরা বাংলাদেশী।
নুর হোসাইন শরীফ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, বিশ্বসাহিত্য কেন্দ্র