দক্ষিণ আফ্রিকা সিরিজ খেলবেন বাংলাদেশের অলরাউন্ডার ক্রিকেট তারকা সাকিব আল হাসান। আগামীকাল রাতে দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে রওনা দেবেন এই লিজেন্ড।
আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে বিসিবি প্রধান নাজমুল হাসানের সঙ্গে এক ঘণ্টা বৈঠক শেষে এ ঘোষণা দেন সাকিব নিজেই।
এর আগে দক্ষিণ আফ্রিকা সফরে যেতে না চাওয়ার কারণে সাকিবকে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত সব ধরনের ক্রিকেট থেকে বিশ্রাম দিয়েছিল বিসিবি। আর সে কারণে সাকিবকে ছাড়াই দক্ষিণ আফ্রিকা সফরে রওনা দিয়েছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা।
তবে আজ নাজমুল হাসানের সঙ্গে বৈঠক শেষে সাকিব সাংবাদিকদের বলেছেন, ‘পাপন ভাইয়ের (নাজমুল হাসান) সঙ্গে পরশু রাতেও কথা হয়েছে, আজও উনার সঙ্গে কথা হয়েছে। যেহেতু তিন সংস্করণেই আছি, তিন সংস্করণেই সব সময় দল ডাকলে খেলার জন্য প্রস্তুত থাকব। বোর্ড সিদ্ধান্ত নেবে কখন বিশ্রাম দেওয়া দরকার। দক্ষিণ আফ্রিকা সফরেও আমি এভেইলেবল।’
বিস্তারিত আসছে...