চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রলি বাসের সঙ্গে ধাক্কা লাগায় আঘাতে মো. আলমাস (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ মার্চ) সকালে উপজেলার চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের রানীহাটি বাজারে এ দুর্ঘটনা ঘটে।
আলমাস শিবগঞ্জ উপজেলার চককির্ওী ইউনিয়নের রানীবাড়ি চাঁদপুর গ্রামের মো. আজাহার আলির ছেলে।
স্থানীয় সূত্র ও শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) আসাদ আহম্মেদ জানান, সকাল ৭টার দিকে একটি ট্রলি যান্ত্রিক ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে রানিহাটি বাজারে শিবগঞ্জগামী একটি বাসের সঙ্গে ধাক্কা লাগে। এতে ট্রলির হেলপার গুরুতর আহত হলে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক আলমাসকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।