ENGLISH  |  ARABIC  |  NNBDJOBS  |  BLOG
সর্বশেষ:
ব্রেকিং নিউজ
  • অমর একুশে বইমেলা চলবে ১৭ মার্চ পর্যন্ত**
  • টাঙ্গাইলের কালিহাতিতে তিনটি ট্রাকের সংঘর্ষে ১ জন নিহত
  • গাইবান্ধায় পুলিশের সাথে বিএনপি’র ধাওয়া-পাল্টা ধাওয়া
  • ঘোষণা ছাড়াই বন্ধ পাসপোর্ট কার্যক্রম, ভোগান্তিতে মানুষ

এনএনবিডি ডেস্ক

১৫ মার্চ ২০২২, ১৬:০৩

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে নেত্রকোনা বিএনপির প্রতিবাদ সমাবেশ

26336_nnbd-77466555.jpg
চাল, ডাল, তেল, গ্যাস ও বিদ্যুতসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার প্রতিবাদে নেত্রকোনায় বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি।

মঙ্গলবার (১৫ মার্চ) দুপুর ১২টার দিকে কুরপাড়স্থ খেলার মাঠে জেলা বিএনপি এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।

জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হকের সভাপতিত্বে সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালীর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির ময়মনসিংহ বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেছ আলী মামুন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মাহফুজুল হক।

এছাড়া আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের তালুকদার, যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান খান, এস এম মনিরুজ্জামান দুদু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন রিপন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোলায়মান হাসান রুবেল, জেলা তাঁতিদলের সভাপতি আজিজুল হক, জেলা শ্রমিকদলের ভারপ্রাপ্ত সভাপতি আকিকুর রেজা খোকন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মোয়াজ্জেম হোসেনসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।