ENGLISH  |  ARABIC  |  NNBDJOBS  |  BLOG
সর্বশেষ:

এনএনবিডি ডেস্ক

১৯ এপ্রিল ২০১৮, ১০:০৪

কলকাতার গণমাধ্যমে শাকিব-শ্রাবন্তীর প্রণয়ের গুঞ্জন

2771_8.JPG
ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রীবন্তীর একটি ছবি ভাইরাল হয়েছে। আর সেই ছবির ওপর ভিত্তি করে কলকাতার গণমাধ্যমে এই দুই তারকার মধ্যে প্রণয়ের গুঞ্জন তুলেছে। যদিও তারা এক্ষেত্রে সংবাদের বিবরণে নিন্দুকের বরাত দিয়েছে।

ভারতীয় গণমাধ্যম কলকাতা টোয়েন্টিফোরের খবর, শ্রাবন্তীর একটি ছবি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। তাতেই গসিফের হট লিস্টে উঠে এসেছেন টলি-সুন্দরী। সাইবার দুনিয়ায় চোখ ফেরালেই জানা যাচ্ছে, নতুন করে সম্পর্কে জড়িয়েছেন অভিনেত্রী। আর সেই মনের মানুষের সঙ্গে লন্ডনে রয়েছে তিনি।

এরপরই আবারও প্রতিবেদনে বলা হয়েছে, যদিও এসব নিন্দুকদের কথা। নায়িকার ট্যুইটারে গেলে দেখবেন অন্য ঘটনা। বাংলাদেশি নায়ক শাকিবের সঙ্গে আবার জুটিতে আসছেন শ্রাবন্তী। সিনেমার নাম ‘ভাইজান এল রে’। এই ছবির শ্যুটিং হচ্ছে লন্ডন। কাজের মাঝে নায়ক-নায়িকা পোস্ট করেছেন একটি ছবি। তাতেই শুরু হয়েছে এই গুঞ্জনের।

ছবিটি প্রযোজনা করছে এসকে মুভিজ। কলকাতার শুটিং পর্ব শেষে আপাতত লন্ডনে রয়েছে সিনেমার গোটা টিম। সব কিছু ঠিকঠাক চললে এবছর পূজায় মুক্তি পাবে শাকিব-শ্রাবন্ত্রীর ‘ভাইজান এল রে’।