ENGLISH  |  ARABIC  |  NNBDJOBS  |  BLOG
সর্বশেষ:

এনএনবিডি ডেস্ক

২৫ এপ্রিল ২০১৮, ১২:০৪

মেহেরপুরে `গোলাগুলিতে সন্ত্রাসী' নিহত

2898_7.jpg
জেলা শহরের ব্র্যাক অফিসের কাছে আজ ভোর রাতে সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলিতে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী খাদেমুল হোসেন নিহত হয়েছে। মৃত খাদেমুল হোসেন শহরের শিশু বাগান পাড়ার রেজাউল হকের ছেলে।
মেহেরপুর সদর থানার ওসি রবিউল ইসলাম জানান, বুধবার ভোর রাত সাড়ে তিনটার দিকে গোলা গুলির শব্দ শুনে শহরের ব্র্যাক অফিসের পাশে গিয়ে দেখেন শীর্ষ সন্ত্রাসী খাদেমুল গুলিবিদ্ধ হয়ে পড়ে আছে।
পরে তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে ডাক্তার মৃত ঘোষণা করে। দলে আভ্যন্তরীন কোন্দলে গোলাগুলিতে সে নিহত হয়েছে বলে পুলিশের এ কর্মকর্তার ধারণা। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে ১টি ওয়ান সুটার গান, ৩টি হাত বোমা ও দেশীয় অস্ত্র উদ্ধার করে। মৃত খাদেমুলের নামে মেহেরপুর সদর, গাংনী ও মুজিবগর থানায় ডাকাতি, হত্যাসহ একাধিক মামলা রয়েছে। বাসস