ENGLISH  |  ARABIC  |  NNBDJOBS  |  BLOG
সর্বশেষ:

বিনোদন ডেস্ক:

৩ জানুয়ারি ২০১৮, ১২:০১

নতুনভাবে আবারো কাজ করে যেতে চাই: মিশা সওদাগর

306_1514952505.jpg

চলচ্চিত্র অভিনেতা মিশা সওদাগর নতুন বছরটা কাটাতে চান চলচ্চিত্রকে কেন্দ্র করেই। নতুন বছরের পাশাপাশি নিজের বয়সেরও আরো ১ বছর যোগ হতে যাচ্ছে আগামীকাল।
 
জন্মদিন ও নতুন বছর শুরু প্রসঙ্গে মিশা বলেন, ‘পরিবারের সাথে আমার জন্মদিনের সময় কাটে। এবারেও তেমনটাই হবে। নতুন বছর সবাই নতুন করে নিজের সংশ্লিষ্ট সবকিছু নতুন করে সাজাতে চায়। আমিও তেমনটাই চাই।’
 
গতবছরের মাঝামাঝি মিশার চলচ্চিত্র থেকে বিদায় নেওয়ার খবর প্রকাশিত হয় গণমাধ্যমগুলোতে। তবে এ বছর বেশ কয়েকটি চলচ্চিত্র করছেন তিনি। মিশা বলেন, ‘চলচ্চিত্র ছাড়বো বলিনি। কারণ বহুদিনের প্রেম এই ইন্ডাস্ট্রির সাথে। নতুন বছরে নতুনভাবে আবারো কাজ করে যেতে চাই।’
 
চলচ্চিত্র ইন্ডাস্ট্রি প্রসঙ্গে মিশা আরো বলেন, ‘চলচ্চিত্র ভালোর দিকেই এগুচ্ছে। এ সময় আমাদের শুধু মান ঠিক রেখে কাজ করে যেতে হবে। নতুন বছর চলচ্চিত্র ইন্ডাস্ট্রির আরো উন্নতি চাই। অনেক নতুন শিল্পী কাজ শুরু করেছেন। আশা করবো তারা আমাদের ইন্ডাস্ট্রিকে ভালো কিছু দিতে পারবেন।’