ENGLISH  |  ARABIC  |  NNBDJOBS  |  BLOG

সিলেট প্রতিনিধি

৩ মে ২০১৮, ১৬:০৫

হাজারো মানুষ চিরবিদায় জানালো সাংবাদিক ইকবাল মনসুরকে

3107_FB_IMG_15253178857063988.jpg
দীর্ঘদিন লিভার ক্যান্সারের সাথে নিজের বেঁচে থাকার লড়াইয়ে অবশেষে হেরে গেলেন সাংবাদিক ইকবাল মানসুর।।হাজারো মানুষের চোখের জলে বিদায় নিলেন সিলেট জেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য,দৈনিক শ্যামল সিলেটের প্রধান আলোকচিত্রী ও বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাবেক সভাপতি ইকবাল মনসুর।

বুধবার সকাল সাড়ে দশটার দিকে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ভাতালিয়া জামে মসজিদে বাদ আসর তাকে দাফন করা হয় মসজিদ সংল্গম কবরস্থানে।এর আগে প্রিয় এই মানুষটিকে  শেষ শ্রদ্ধা জানান সাংবাদিক,রাজনিতীবিদসহ সর্বস্থরের জনগন।জানাজার আগে তার মরাদেহ নেয়া হয় সিলেট জেলা প্রেসক্লাবের সামনে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৬ বছর।তিনি দীর্ঘদিন যাবত জটিল রোগ লিভার ক্যান্সারে ভোগছেন।মৃত্যুকালে তিনি মা,স্ত্রী,একমেয়ে ও এক ছেলে রেখে গেছেন।

ইকবাল মনসুর সিলেটের এক সুপরিচিত মুখ ছিলেন।তার মৃত্যু সিলেট সাংবাদিক সমাজের অপূরনীয় ক্ষতি,যা সহজে পূরন হবে না।