ENGLISH  |  ARABIC  |  NNBDJOBS  |  BLOG
সর্বশেষ:

ইবি প্রতিনিধি,

১০ মে ২০১৮, ১৮:০৫

ইবিতে তারুণ্যের নির্বাচন

3267_eb.jpg

ইসলামী বিশ্ববিদ্যালয়ের সর্ববৃহৎ অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী, জনকল্যালণমুখী সংগঠন তারুণ্যের বার্ষিক সাধারণ সভা, নির্বাচন ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টায় ড. এম. ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনের অডিটরিয়ামে এ অনুষ্ঠান হয়।

ক্যাম্পাস সূত্রে, সংগঠনটির গঠন তন্ত্র অনুযায়ী প্রতি অর্থবছরে বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে সংগঠনের এক বছরের আর্থিক হিসাব এবং সদস্যদের ভোটে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়। অনুষ্ঠানে ২০১৭-১৮ অর্থ বছরের হিসাব পেশ করেন সংগঠনের সাধারণ সম্পাদক ওয়াহেদ জুবেরী সিজার।

এসময় তিনি গত অর্থ বছরে বণ্যার্তদের ত্রাণ বিতরণ, ইফতার অনুষ্ঠান, মাদক বিরোধী সমাবেশ, রক্তদান কর্মসূচী, ভর্তিচ্ছুদের সহযোগিতা, এক্টিভ সিটিজেন ইয়োথ লিডারশীপ, শীতার্ত মাঝে শীতবস্ত্র বিতরণ, প্রতিবন্ধী শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ ১৯টি কার্যক্রমের বর্ণনা ও আয় ব্যায়ের হিসাব পেশ করেন।

সংগঠনের সভাপতি মমিনুল ইসলাম রিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা অধ্যাপক ড. শাহজাহান মন্ডল। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সাইফুজ জামান, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক শরিফুল ইসলাম জুয়েল, ইবি প্রেস ক্লাবের সভাপতি ইকবাল হোসেন রুদ্র, তারুণ্যের সাবেক সভাপতি রাশেদুজ্জামান প্রমুখ।

২০১৮-১৯ অর্থবছরের জন্য নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়েছে। এতে অগ্রপথিক ও সুভাষিত পথিক স্তরের সদস্যরা ভোট প্রদান করেন। সদস্যদের প্রত্যক্ষ ভোটে কম্পিউটার সায়েন্স এন্ড ইাঞ্জিনিয়ারিং বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের আরমানর রেজা জয় সভাপতি ও লোক প্রশাসন বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের তাইয়েব হোসেন জনি সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।