ENGLISH  |  ARABIC  |  NNBDJOBS  |  BLOG
সর্বশেষ:

আন্তর্জাতিক ডেস্ক

২৪ মে ২০১৮, ১৫:০৫

বাগদাদে আত্নঘাতী বোমা হামলায় নিহত ৪

3660_kkkkkkk.jpg
ইরাকের রাজধানী বাগদাদে বৃহস্পতিবার আত্মঘাতী হামলায় কমপক্ষে ৪ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক মুখপাত্র। খবর আল জাজিরা, রয়টর্স।

বাগদাদের উত্তর পশ্চিমাঞ্চলের আল-শুলা জেলায় এ হামলার ঘটনা ঘটেছে ।

নিরাপত্তা বাহিনীর বক্তব্যে জানা যায়, আল সুলাহ জেলার সাকলাইয়াহ্ পার্কের সামনে একজন আত্নঘাতী বোমা হামলাকারীকে পুলিশ আটক করলে তার সুইসাইড ভেস্ট এর মাধ্যমে আত্নঘাতী হামলা ঘটায়।

এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী এর দায়ভার স্বীকার করেনি। ইতোপূর্বে ইসলামিক স্টেট (আইএসআইএল) জনসমাগমস্থলে নিরাপত্তা বাহিনীর সাথে আল সুলাহ জেলায় হামলা চালিয়েছে।

এমাসের গোড়ার দিকে এই গ্রুপটি বাগদাদে থেকে ২৫ কিলোমিটার (১৫ মাইল) উত্তরে তরমিয়াত নামক স্থানে একটি মারাত্মক বন্দুক হামলা চালায়।

গত ডিসেম্বরে ইরাক ইসলামিক স্টেট এর বিরুদ্ধে যুদ্ধে জয়ী হয়েছে।