ENGLISH  |  ARABIC  |  NNBDJOBS  |  BLOG
সর্বশেষ:

আবু কাওছার আহমেদ, টাঙ্গাইল থেকে

২৪ মে ২০১৮, ১৮:০৫

টাঙ্গাইলে সীলগালাকৃত ব্যাটারী চালিত অটোরিক্সার দোকান গুলো খুলে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত

3669_ttttttttttttttt.jpg
টাঙ্গাইলে সীলগালাকৃত ব্যাটারী চালিত অটোরিক্সার ১০ টি দোকান খুলে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ২৪ মে বৃহস্পতিবার বিকেলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজা মো. গোলাম মাসুম প্রধান, মো. শাহরিয়ার রহমান ও নুজহাত তাসনীম আওন এর নেতৃত্বে দোকান গুলো খুলে দেওয়া হয়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজা মো. গোলাম মাসুম প্রধান বলেন, টাঙ্গাইল শহরের যানজট নিরসনে গত ২২ মার্চ শহরের ব্যাটারী চালিত ১৪টি অটো রিক্সার দোকান সীলগালা করা হয়।

গত ২৩ মে বুধবার জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, টাঙ্গাইল পৌরসভার প্রতিনিধি ও ব্যাটারী চালিত অটো রিক্সার দোকান মালিক যৌথ উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় ওইসব দোকানে ব্যাটারী চালিত অটো রিক্সা বিক্রি করা হবে বলে না মুচলেকা দেয় দোকান মালিকেরা। সেই মুচলেকা অনুযায়ি দোকান গুলোর খুলে দেওয়া হয়। বাকি চার দোকান মালিকের মুছলেকা পেলে ওই গুলোও খুলে দেওয়া হবে।

দোকান গুলো হচ্ছে শহরের ময়মনসিংহ রোডের মা মটরস্, মায়ের দোয়া অটো রিক্সা, বিসমিল্লাহ এন্টার প্রাইজ, ওয়াসফিয়া অটো এন্ড পার্টস সেন্টার, মুক্তা এন্টার প্রাইজ, মেট্রো এন্টার প্রাইজ, টাঙ্গাইল অটো পার্টস এন্ড ব্যাটারী হাউজ, আল আমিন এন্টার প্রাইজ, রেম এস্টার প্রাইজ ও বেবী স্ট্যার্ন্ডে মাসুম অটো সেন্টার।