ENGLISH  |  ARABIC  |  NNBDJOBS  |  BLOG

এনামুল আনাম,‌কি‌শোরগঞ্জ প্র‌তি‌নি‌ধি

১১ জুন ২০১৮, ১২:০৬

এ‌তিম ও পথ‌শিশু‌দের ঈদবস্ত্র বিতর‌ণে সৃজন প‌রিবার

4208_anam.jpg
১০ই জুন (র‌বিবার) মানবতার সেবায় সৃজন প‌রিবা‌রের উদ্যে‌গে কি‌শোরগঞ্জে দুই শতা‌ধিক এ‌তিম ও পথ‌শিশু‌দের মা‌ঝে ঈদবস্ত্র বিতরণ করেছে। ঈদব‌স্ত্রের তা‌লিকায় ছিল শিশু‌দের নানান ধর‌ণের পোষাক।

‌কি‌শোরগ‌ঞ্জের সর্ব‌চ্চো বিদ্যাপীঠ গুরুদয়াল সরকা‌রি ক‌লেজের মুক্তম‌ঞ্চে এ বস্ত্র‌বিতর‌ণের আ‌য়োজন করা হয়।

এ সময় বি‌ভিন্ন গন্যমান্য ব্যা‌ক্তিবর্গ, বি‌ভিন্ন মি‌ডিয়ার গনমাধ্যমকর্মী,মানবতার সেবায় সৃজনের কি‌শোরগঞ্জ জেলার সদস্যবৃন্দসহ আরও অনে‌কেই।

সংগঠ‌নের অন্যতম সদস্য আল নোমান আকন্দ জানায়,সামা‌জিক যোগা‌যোগ মাধ্যম ফেইসবু‌কের স্বা‌র্থে মানবতার সেবায় গ‌ড়ে ও‌ঠে আমা‌দের এ সংগঠন।

ঈদ মা‌নে খু‌শি ঈদ মা‌নে আনন্দ,আর এ ঈদ উৎসব ধনী-গ‌রিব অসহায় সবার।

‌তি‌নি আরও ব‌লেন,ঈ‌দের আনন্দ এ‌তিম ও অসহায় শিশু‌দের মা‌ঝে ছ‌ড়ি‌য়ে দেয়ার প্রয়া‌সে উপ‌স্হিত শিশুরাসহ জেলার বি‌ভিন্ন উপ‌জেলায় সংগঠ‌নের সদস্য‌দের মা‌ধ্যে‌মে তা‌লিকাভূক্ত এ‌তিম অসহায় শিশু‌দের কা‌ছে পৌ‌ছে দেয়া হ‌য়ে‌ছে।

সংগঠ‌নের আ‌রেক সদস্য রিয়াদুস সা‌লেহীন রিয়াদ ব‌লেন,শুধু ঈদবস্ত্রই নয়, গ‌রিব দু‌:‌খি মানু‌ষের আ‌র্থিক সহ‌যো‌গিতায়, রো‌গি‌দের সেচ্চায় রক্তদান,দূ‌র্যোগপূর্ণ ক্ষ‌তিগ্রস্হ মানু‌ষের পা‌সে দাড়া‌নোসহ বি‌ভিন্ন ধর‌নের জনকল্যানমূলক কার্যক্রম চা‌লি‌য়ে যাা‌চ্ছে আমা‌দের এ সংগঠন মানবতার সেবায় সৃজন।

তা‌দের এসব জনকল্যাণমূলক কার্যক্র‌মে সমা‌জের গুরুত্বপূর্ণ ব্যা‌ক্তিবর্গ‌কে পা‌সে থাকার আহবান জানান তি‌নি।