ENGLISH  |  ARABIC  |  NNBDJOBS  |  BLOG
সর্বশেষ:

এনএনবিডি কুবি:

১৯ জুলাই ২০১৮, ২১:০৭

কুবিতে ছাত্রী অপহরণের চেষ্টা: আটক ১

5354_photo-1509378035.jpg
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ক্যাম্পাসের ভেতরে এসে এক ছাত্রীকে তুলে নেয়ার চেষ্টার সময় এক বহিরাগতকে আটক করে পুলিশে দিয়েছে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে। এ সময় মূল অভিযুক্ত ধাওয়া খেয়ে পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ১১তম ব্যাচের এক ছাত্রীকে তুলে নিতে আসেন বহিরাগত জুয়েল এবং তার সহযোগী রেজাউল করিম নামে দুই যুবক।

সকাল থেকেই তাদের ক্যাম্পাসের বিভিন্ন স্থানে মোটরসাইকেল নিয়ে অবস্থান নিতে দেখা যায়।

পরে দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মাঠের সামনে থেকে ওই ছাত্রীকে দেখতে পেলে তারা তাকে তুলে নেয়ার চেষ্টা করে। এ ঘটনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বুঝতে পেরে দুই বহিরাগতকে ধাওয়া দিলে মূল অভিযুক্ত জুয়েল পালিয়ে যায়। এ সময় জুয়েলের সহযোগী রেজাউল করীম নামে এক যুবককে মারধর করে তার মোটরসাইকেলসহ আটক করা হয়।

ভুক্তভোগী ওই ছাত্রী বলেন, দীর্ঘদিন ধরে জুয়েল আমাকে হুমকি-ধামকি দিয়ে আসছিল। গতবছর থানায় একটি জিডিও করেছি। আমার পরিবারকেও সে হুমকি দিচ্ছে। যেহেতু আমি নিরাপত্তাহীনতায় ভুগছি তাই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দীন বলেন, ওই ছাত্রী আমাদের কাছে এখনও কোনো লিখিত অভিযোগ দেয়নি। তবে আমরা তাকে আইনগত সব সহযোগিতা করব।