ENGLISH  |  ARABIC  |  NNBDJOBS  |  BLOG

আন্তর্জাতিক ডেস্ক

১৩ আগস্ট ২০১৮, ১৫:০৮

তাইওয়ানে হাসপাতালে আগুন : নিহত ৯

6066_tai.jpg
তাইওয়ানের একটি হাসপাতালে আগুন লেগে অন্তত নয়জনের মৃত্যু হয়েছে। এছাড়া রোগী ও স্টাফদের অন্তত ১৬ জন গুরুতর আহত হয়েছেন। দেশটির সরকারি গণমাধ্যম এ খবর দিয়েছে।

খবরে প্রকাশ, দেশটির নিউ তাইপে সিটিতে অবস্থিত এ হাসপাতালটির সপ্তম তলায় সোমাবার ভোরে আগুন লাগে।

অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা না গেলেও রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে একটি সঞ্চালমান বেডে বৈদ্যুতিক গোলযোগ থেকে এ দুর্ঘটনা ঘটেছে।

খবরে বলা হয়েছে, ওয়েইফু নামক এ হাসপাতালে সোমবার ভোর সাড়ে ৪টায় আগুনের সূত্র ঘটে। আগুন লাগার পর সেখান থেকে ৩৩ জন রোগী এবং তিনজন স্টাফকে উদ্ধার করা হয়েছে।

তাইওয়ানের রাষ্ট্রীয় গণমাধ্যম সিএনএ জানিয়েছে, ওই ওয়ার্ডে ‘ধোঁয়া বের করে দেয়ার উপকরণ’ ছিল না বলে পুলিশ দেখতে পেয়েছে।

তাইপে থেকে বিবিসির সংবাদদাতা জানিয়েছেন, অগ্নিনির্বাপনের ব্যবস্থার যথাযথ নজরদারি না থাকায় সেখানে প্রায়ই অগ্নিকাণ্ডের ঘটনা প্রায়ই ঘটছে।

২০১২ সালেও একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে ১২ জন রোগীর মৃত্যু হয়েছিল। আহত হয়েছিল আরো ৬০ জন।