ENGLISH  |  ARABIC  |  NNBDJOBS  |  BLOG

রাজা আহমেদ, নীলফামারী প্রতিনিধি

১৭ আগস্ট ২০১৮, ১৮:০৮

নীলফামারীতে শোক র‌্যালী ও আলোচনা সভা

6190_nur.jpg
বাংলাদেশের স্থপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী ও শোক দিবস উপলক্ষে নীলফামারীতে শোক র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
 
শুক্রবার সকালে নীলফামারীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সদর আওয়ামী লীগের আয়োজনে এতে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি। সদর আওয়ামী লীগ সভাপতি অ্যাড.
আলীম উদ্দিন বসুনিয়ার সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নীলফামারী পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগ সভাপতি দেওয়ান কামাল হোসেন, সাধারণ সম্পাদক অ্যাড. মমতাজুল হক, জেলা কৃষকলীগ
সভাপতি অ্যাড. অক্ষয় কুমার রায়, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুজার রহমান ও ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী প্রমূখ।

এর আগে একটি শোক র‌্যালী কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ করে। র‌্যালী ও আলোচনা সভায় সদরের প্রতিটি ইউনিয়নের আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।