ENGLISH  |  ARABIC  |  NNBDJOBS  |  BLOG

১৮ আগস্ট ২০১৮, ২০:০৮

মায়ের দুধ বঞ্চিত বেশিরভাগ নবজাতক

6229_breastfeeding.jpg

বিশ্বে প্রতি ৫ জনে ৩ জন শিশু জন্মের পরপরই মায়ের দুধ পান থেকে বঞ্চিত হয়। জন্মের প্রথম ঘন্টায় মায়ের দুধ পান করা নবজাতকের সুস্থতার জন্য গুরুত্বপূর্ণ।

জাতিসংঘের এক সমীক্ষায় দেখা গেছে যে প্রতিবছর ৭ কোটি ৮০ লাখ নবজাতক মৃত্যু ঝুঁকিতে থাকে জন্মের প্রথম ঘন্টায় মায়ের দুধ পান না করার কারণে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও জাতিসংঘের শিশু অধিকার সংগঠন ‘ইউনিসেফ’ যৌথভাবে বিশ্বমাতৃদুগ্ধ সপ্তাহ পালনের পাশাপাশি ৭৬টি নিম্ন ও মধ্যবিত্ত আয়ের দেশগুলোতে সমীক্ষা করে এই তথ্য পেয়েছে।

উল্লেখ্য প্রতি বছর ১ থেকে ৭ আগস্ট বিশ্বব্যাপী মাতৃদুগ্ধ সপ্তাহ পালন করা হয়।

সমীক্ষা অনুযায়ী প্রতি ৫টির মধ্যে ২টি নবজাতক জন্মের এক ঘন্টার ভেতর মায়ের দুধ পান করে। বাকিরা মায়ের দুধ পান থেকে বঞ্চিত হয়।

ইউনিসেফের নির্বাহি পরিচালক হেনরিতা ফোরে বলেন, সঠিক সময়ে মায়ের দুধ পান নবজাতকের জন্য গুরুত্বপূর্ণ। এমন কি এটা জন্ম মৃত্যুর সাথে সম্পর্কিত।

ইউনিসেফের তথ্য মতে জন্মের প্রথম ৬ মাস শিশুর জন্য শুধু মায়ের দুধই যথেষ্ট। ৬ মাস পরে কিছু কিছু খাবার মায়ের দুধের পাশাপাশি শিশুকে খেতে দেয়া যেতে পারে।

 এছাড়া শিশুর সঠিক বেড়ে উঠার জন্য জন্মের প্রথম দুই বছর মায়ের দুধ পান করতে হবে।