ENGLISH  |  ARABIC  |  NNBDJOBS  |  BLOG

২৪ জানুয়ারি ২০১৮, ১১:০১

মমতাজের নতুন মিউজিক ভিডিও

741_6.jpg
ফাইল ছবি
শিগগিরই প্রকাশ হতে যাচ্ছে মমতাজের নতুন মিউজিক ভিডিও। ফোক ফিউশনধর্মী গানটির শিরোনাম ‘আমি দেহ চাই না রে, চাই শুধু মন’।

ইতালী প্রবাসী আবু সাইদ খানের কথায় সুর-সংগীত করেছেন চঞ্চল।

গানটিতে মডেল হয়েছেন সাজিয়া ঋতু ও তন্ময় সাবি। ভিডিও পরিচালনা করছেন চলচ্চিত্র নির্মাতা এম এ সাখাওয়াৎ হোসেন। কোরিওগ্রাফিতে রয়েছেন মাইকেল বাবু ও রতন। ডিওপি হিসেবে আছেন জাহাঙ্গীর রাজ।

রাজধানীর প্রিয়াংকা শুটিং হাউজে মঙ্গলবার সকালে মিউজিক ভিডিওটির দৃশ্যধারণ শুরু হয়েছে।

পরিচালক জানান, বেশ বড়সড় আয়োজনে ভিডিওটি নির্মাণ করা হচ্ছে। এর থিমও ভিন্নধর্মী।

সাম্প্রতিক সময়ে ‘লোকাল বাস’সহ মমতাজের একাধিক গান জনপ্রিয় হয়েছে। নির্মাতা আশা করছেন, এ ভিডিওটিও শ্রোতাদের মনোযোগ আকর্ষণ করবে।