ENGLISH  |  ARABIC  |  NNBDJOBS  |  BLOG
সর্বশেষ:

স্টাফ রিপোর্টার

৬ অক্টোবর ২০১৮, ০৯:১০

ঢাবির আজ ৫১তম সমাবর্তন

7439_Dhaka_University.JPG
আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫১তম সমাবর্তন। সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও মহামান্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সভাপতিত্ব করবেন। সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এই সমাবর্তন অনুষ্ঠিত হবে। এটি হতে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সর্ববৃহৎ সমাবর্তন।

এবারের সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য রাখবেন জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান। এবারের সমাবর্তনে অংশ নেয়ার জন্য ঢাবির ইতিহাসে সর্বাধিক ২১ হাজার ১১১ জন শিক্ষার্থী নিবন্ধন করেছেন। অনুষ্ঠানে ৯৬ জন কৃতী শিক্ষার্থী রাষ্ট্রপতির কাছ থেকে স্বর্ণপদক গ্রহণ করবেন। সেই সাথে ৮১ জনকে পিএইচডি এবং ২৭ জনকে এমফিল ডিগ্রি দেয়া হবে।

ঢাবি অধিভুক্ত সাত কলেজের নিবন্ধিত স্নাতকরা ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ঢাকা কলেজ ও ইডেন মহিলা কলেজ থেকে সরাসরি সমাবর্তন অনুষ্ঠানে অংশ নেবেন। সমাবর্তন অনুষ্ঠান সফল করতে শুক্রবার গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, উৎসবমুখর পরিবেশে সমাবর্তন আয়োজনের জন্য ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।