ENGLISH  |  ARABIC  |  NNBDJOBS  |  BLOG
সর্বশেষ:

স্টাফ রিপোর্টার

১৮ অক্টোবর ২০১৮, ১০:১০

সিলেটে সমাবেশের অনুমতি পেল জাতীয় ঐক্যফ্রন্ট

7873_4+++.jpg
জাতীয় ঐক্যফ্রন্ট তাদের কর্মসূচির অংশ হিসেবে ২৩ অক্টোবর সিলেটে সমাবেশের ঘোষণা দিয়েছিল। আজ অনুমতিও পেয়েছে।

বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

তিনি বলেন, আগামী ২৩ অক্টোবর সিলেটে জাতীয় ঐক্যফ্রন্টকে সমাবেশ করার অনুমতি দিয়েছে প্রশাসন।

গত মঙ্গলবার আ স ম আবদুর রবের বাসায় ঐক্যফ্রন্টের বৈঠকে সিলেটে সমাবেশ করার সিদ্ধান্ত নেওয়া হয়। বুধবার রাতেও বিএনপি চেয়াপারসনের গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে আগামী ২৭ অক্টোবর চট্টগ্রামে এবং ৩০ অক্টোবর রাজশাহীতে সমাবেশ করার ঘোষণা দেওয়া হয়। সিলেটের সমাবেশের মাধ্যমে জাতীয় ঐক্যফ্রন্ট রাজপথে তাদের যাত্রা শুরু করবে।