ENGLISH  |  ARABIC  |  NNBDJOBS  |  BLOG

বেনাপোল প্রতিনিধি

৩০ অক্টোবর ২০১৮, ১১:১০

বেনাপোল সীমান্তে শিশু সহ ২১ নারী-পুরুষ আটক

8278_cd.jpg
বেনাপোল পোর্ট থানার পুটখালী বিজিবি ক্যাম্পের সদস্যরা ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মঙ্গলবার সকালে ৫ শিশু সহ ২১ জন নারী-পুরুষকে আটক করেছে।

এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারিনি তারা।

২১ বিজিবির পুটখালী ক্যাম্পের কমান্ডার সুবেদার মুন্সি লাবলুর রহমান জানান, গোপন সংবাদে জানতে পারি ভারত থেকে বেশ কিছু নারী-পুরুষ অবৈধভাবে ভারত-বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে তারা দেশের অভ্যন্তরে প্রবেশ করবে। এ ধরনের সংবাদের ভিত্তিতে সুবেদার মুন্সি লাবলুর রহমান সংগীয় ফোর্স নিয়ে গোপন অবস্থানে থেকে অভিযান চালিয়ে ৮ জন পুরুষ, ৮ নারী ও ৫ জন শিশুকে আটক করে। আটকদের প্রত্যেকের বাড়ি যশোর, খুলনা, বাগেরহাট ও বরিশালের জেলার বিভিন্ন এলাকায়।