ENGLISH  |  ARABIC  |  NNBDJOBS  |  BLOG

এনএনবিডি, ঢাকা

৫ নভেম্বর ২০১৮, ১১:১১

বিএনপি নেতা তরিকুল ইসলামের প্রথম জানাজা অনুষ্ঠিত

8388_3.jpg
বিএনপি কার্যালয়ের সামনে তরিকুলের জানাযা অনুষ্ঠিত
বর্ষীয়ান রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের প্রথম জানাজা রাজধানীর নয়াপল্টনের বিএনপি কার্যালয়ের সামনের রাস্তায় অনুষ্ঠিত হয়েছে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস,‌ ড. আবদুল মঈন খানসহ বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জানাজা অংশ নেন।

আজ বেলা সোয়া ১১টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে দ্বিতীয় জানাজা। যশোর ঈদগাহ মাঠে বিকেল ৪টায় তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হবে।

প্রসঙ্গত, রবিবার বিকেল ৫টা ৫ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন ৭২ বছর বয়সের এই নেতা।