ENGLISH  |  ARABIC  |  NNBDJOBS  |  BLOG
সর্বশেষ:

শেখ ফরিদ পঞ্চগড়, প্রতিনিধি

৬ নভেম্বর ২০১৮, ১২:১১

দেবীগঞ্জে মাইক্রোবাসের ধাক্কায় শিশু নিহত

8426_Debiganj.jpg
পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলায় মাইক্রোবাসের ধাক্কায় মীম আক্তার নামে সাড়ে ৫ বছরের একটি শিশুর মৃত্যু হয়েছে।

গত কাল দুপুরে দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের লক্ষীরহাট ডাঙ্গাপাড়া এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত মীম ওই এলাকার ময়েন আলীর মেয়ে। দেবীডুবা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সাংবাদিকদের জানান,দুপুরে মীম খেলা শেষে বোদা- দেবীগঞ্জ মহাসড়ক পাড় হয়ে বাড়ী ফিরছিল এমন সময় দেবীগঞ্জ থেকে ছেঁড়ে আশা একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দিলে ঘটনা স্থলেই মীম মারা যায়। চালক দ্রুত মাইক্রোবাস নিয়ে পালিয়ে যায়।