ENGLISH  |  ARABIC  |  NNBDJOBS  |  BLOG

শেখ ফরিদ পঞ্চগড়, প্রতিনিধি

৯ নভেম্বর ২০১৮, ১৭:১১

দেবীগঞ্জে সড়ক দূর্ঘটনায় জেএসসি পরীক্ষার্থী নিহত

8499_1541759763.jpg
দেবীগঞ্জে মোটরসাইকেল ও অটোবাইকের মুখোমুখি সংঘর্ষে জেএসসি পরীক্ষার্থী নিহত। 

উপজেলার টেপ্রীগঞ্জ বেলুয়াডাঙ্গা আর্দশ বিদ্যালয়ের ছাত্র সোহেল রানা (১৪) পরীক্ষায় অংশ গ্রহনের জন্য শুক্রবার সকাল সাড়ে আটটার সময় দেবীগঞ্জ অলদীনি পরীক্ষা কেন্দ্রে মটরসাইকেল চালিয়ে  আসার সময় বাবুরহাট নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি অটোবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এতে মোটরসাইকেল চালক ও জেএসসি পরীক্ষার্থী গুরুতর আহত হয়। এ অবস্থায় তাকে প্রথমে দেবীগঞ্জ হাসপাতাল ও পরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে সে মারা যায়।

দেবীগঞ্জ থানা অফিসার-ইন-চার্জ  ( তদন্ত ) শাহ আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,  দূঘটনা কবলিত এলাকা থেকে অটোবাইক ও মোটরসাইকেল থানায় আটক রাখা হয়েছে।