ENGLISH  |  ARABIC  |  NNBDJOBS  |  BLOG
সর্বশেষ:

এনএন বিডি, ঢাকা

১০ নভেম্বর ২০১৮, ২১:১১

তফসিল পেছানোর দাবি জানাবে ঐক্যফ্রন্ট

8527_363676_182.jpg
জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনে অংশ গ্রহণ করলে সরকারের কাছে কিছু শর্ত উপস্থাপন করবে। এই শর্তগুলো মেনে নিলেই আনুষ্ঠানিকভাবে নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি জানাবে ঐক্যফ্রন্ট। শনিবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে ঐক্যফ্রন্টের বৈঠক শুরুর আগে বেইলী রোডে ড. কামাল হোসেনের বাসা থেকে এসব কথা জানিয়েছেন গণফোরমের নেতারা।

তারা বলেছেন, ওই শর্তগুলোর মধ্যে তফসিল পেছানো এবং নির্বাচন কমিশন পূনর্গঠনের দাবি থাকবে। ড. কামাল হোসেনের বাসায় অনুষ্ঠিত বৈঠকে অংশ নিয়েছিলেন, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, মোস্তফা মহসিন মন্টু, মফিজুল ইসলাম খান কামাল,  আ অ ম সফিউল্লাহ, জগলুল হায়দায়র আফ্রিক, রওশন ইয়াজদানী প্রমুখ।

শনিবার রাত সাড়ে ৯টায় এই রিপোর্ট লেখার সময়  গুলশানে ঐক্যফ্রন্টের বৈঠক চলছিল।

ঐক্যফ্রন্ট সূত্র জানিয়েছে, গুলশানে বৈঠক শেষে রাতেই ড. কামাল হোসেনের বাসায় আসবেন ঐক্যফন্টের মুখ্যপাত্র বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।