ENGLISH  |  ARABIC  |  NNBDJOBS  |  BLOG
সর্বশেষ:

এনএন বিডি, ঢাকা

১১ নভেম্বর ২০১৮, ১১:১১

ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোটের পৃথক সংবাদ সম্মেলন দুপুরে

8538_363800_177.jpg
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে কি করবে না এমন সিদ্ধান্ত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।

রোববার দুপুর ১টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, একই সময়ে দুইটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। জাতীয় ঐক্যফ্রন্টের জাতীয় প্রেসক্লাবে আর ২০ দলীয় জোটের গুলশানে।

২০ দলের সংবাদ সম্মেলনে ব্রিফ করবেন এলডিপির চেয়ারম্যান কর্নেল অলি আহমেদ।

অন্যদিকে জাতীয় ঐক্যফ্রন্টের সংবাদ সম্মেলনে বিএনপির পক্ষ থেকে থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি ঐকফ্রন্টের মুখপাত্র।

এছাড়া ব্যারিস্টার মওদুদ আহমদ ও ড. খন্দকার মোশাররফ হোসেনও ঐক্যফ্রন্টের সংবাদ সম্মেলনে থাকতে পারেন বলে ঐক্যফ্রন্টের একজন সমন্বয়ক জানিয়েছেন।