ENGLISH  |  ARABIC  |  NNBDJOBS  |  BLOG

সংসদ উপ-নির্বাচন-২০১৮

৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:০২

১৩ মার্চ ব্রাহ্মণবাড়িয়া ও গাইবান্ধা-১ আসনের উপ-নির্বাচন

28_19.jpg
ফাইল ছবি
আগামী ১৩ মার্চ ব্রাহ্মণবাড়িয়া ও গাইবান্ধা-১ আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ অুনষ্ঠিত হবে। আজ ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

তফসিলের প্রজ্ঞাপনে বলা হয়েছে, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ১৪ ফেব্রুয়ারি। এছাড়া মনোনয়নপত্র যাচাইবাছাই করা হবে ১৬ ফেব্রুয়ারি এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৩ ফেব্রুয়ারি। 

উল্লেখ্য সুন্দরগঞ্জ -১ আসনের আওয়ামীলীগের এমপি মঞ্জুরুল ইসলাম লিটন  ২০১৬ সালের ৩১ ডিসেম্বর নিজ দলীয় কর্মীদের গুলিতে নিহত হন। এর পর  গত বছর ওই আসনে উপ ‍নির্বাচন আয়োজন করলে  জাতীয় পাটি থেকে মোস্তফা সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৭ সালের ১৮ ডিসেম্বর এক সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ১৯ ডিসেম্বর  সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান। এরপর আবারো আসনটি শুন্য হয়। তাই নির্বাচন কমিশন আবারো সেখানে উপ নির্বাচনের আয়োজন করতে যাচেছ।