ENGLISH  |  ARABIC  |  NNBDJOBS  |  BLOG

সিটি করপোরেশন নির্বাচন

২৪ জুন ২০১৮, ১৬:০৬

গাজীপুর সিটি নির্বাচন

সিইসির সঙ্গে বৈঠকে বিএনপি

74_13.jpg
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন নিয়ে আলোচনা করতে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সঙ্গে বৈঠকে বসেছে বিএনপি। আজ রোববার দুপুর ২টা ৫০ মিনিটে দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেন।

প্রতিনিধি দলের বাকীরা হলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান এবং বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বরকত উল্লাহ বুলু। আগামী ২৬শে জুন এই সিটিতে ভোট অনুষ্ঠিত হবে। বিএনপির পক্ষ থেকে সুষ্ঠু ভোট গ্রহণ নিয়ে সংশয় রয়েছে। এদিকে নির্বাচনকে কেন্দ্র করে গাজীপুরে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
পুলিশ-র‌্যাবের পাশাপাশি মাঠে নেমেছে বিজিবিও।