• , |
  • ঢাকা, বাংলাদেশ ।
সর্বশেষ নিউজ
* সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ ৩ দিনের রিমান্ডে * ঋণ সুবিধা মানুষের অধিকার: প্রধান উপদেষ্টা * খালেদা জিয়ার উপদেষ্টা রোজি কবিরের ইন্তিকাল * জাতি হিসেবে আমাদের সহনশীল হতে হবে: মির্জা ফখরুল * নাহিদ আসিফরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়েই রাজপথে নেমেছিল: সারজিস * বিপিএলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ * হাসিনার ট্রাভেল ডকুমেন্টে কী লিখেছে ভারত * তিনদিনের মধ্যে এনআইডি সার্ভারে নাগরিকের তথ্য আপলোডের নির্দেশ * পুলিশের ঊর্ধ্বতন ২৮ কর্মকর্তাকে বদলি * যে কারণে ফেসবুকজুড়ে ‘উই আর নাহিদ’ হ্যাশট্যাগ

আফ্রিকায় অপহরণের পর নির্মমভাবে ৩০০ নারীকে ধর্ষণ

news

নাম - ছবি : সংগ্রহীত


বিশ্বের বিভিন্ন প্রান্তে যখন যুদ্ধের বারুদের গন্ধ, তখন বিশ্ব জুড়ে শিরোনামে উঠে আসছে আরও এক ভয়ানক সমস্যা। যার নাম নারীদের ওপর যৌন নির্যাতন। মধ্য আফ্রিকাতেও ছবিটা একই। সেখানে সম্প্রতি শতাধিক নারীকে অপহরণ করে ধর্ষণ করা হয়েছে।

সূত্রের খবর, চলতি বছরের ফেব্রুয়ারিতে মধ্য আফ্রিকায় ৩০০ এরও বেশি নারীকে ধর্ষণ করা হয়েছে। এই অপরাধটি করেছে মিলিশিয়া যোদ্ধারা। জানা গেছে, বিচ্ছিন্ন এলাকা মধ্য আফ্রিকা রিপাবলিকে মিলিশিয়া সেনারা ফেব্রুয়ারি মাসে বহু নারীকেই অপহরণ এবং ধর্ষণ করেছে।

বৃহস্পতিবারই এ বিষয়ে মেডিসিনস স্যানস ফ্রন্টিয়ারসের পক্ষ থেকে জানানো হয়। এই স্বেচ্ছাসেবী সংস্থাটি ১৭ ফেব্রুয়ারি আফ্রিকার উত্তর-পশ্চিমদিকের গ্রামের ১০ নারীর চিকিৎসা করতে গিয়ে গোটা ঘটনাটি জানতে পারে। সেই নারীরা দু’‌সপ্তাহ আগে পর্যন্ত কোনও ধরনের চিকিৎসা করাতে ভয় পাচ্ছিল। কারণ তাদের আশঙ্কা ছিল, চিকিৎসা করালে আবার মিলিশিয়ারা হামলা চালাবে।

যে হাসপাতালে ধর্ষিতা নারীদের চিকিৎসা চলছে সেখানকার এক চিকিৎসক সোলমেন আমোনিয়া জানান, ‌কিছু নারী এখনও সেই দুঃস্বপ্ন থেকে বেরতে পারছেন না। কেউ কেই ভয়ে প্যারালাইজড হয়ে গেছে। অনেকে কথাও বলতে পারছে না। অপর এক চিকিৎসক জানান, ‘কিছু মহিলার শরীরে ব্লেড দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। নিজের চোখের সামনে এটা দেখতে পারছি না, আমি সত্যি এই ঘটনা দেখে মর্মাহত।’

এনএনবিডি ডেস্ক

মন্তব্য করুন