• , |
  • ঢাকা, বাংলাদেশ ।
সর্বশেষ নিউজ
* দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতে যাচ্ছে ৩ হাজার টন ইলিশ * ফ্যাসিবাদের দোসররা গুরুত্বপূর্ণ দফতরে এখনো বসে আছে : মির্জা ফখরল * হিজবুল্লাহর হামলার ভয়ে আশ্রয়কেন্দ্রে ইসরাইলিরা * বাংলাদেশকে ৫১৫ রানের লক্ষ্য দিলো ভারত * মশাবাহিত ‘ওয়েস্ট নাইল’ ভাইরাসে ৭০ ইসরাইলির মৃত্যু * দেড় বছর পর নিউজিল্যান্ডের পাইলটকে মুক্তি দিল পাপুয়ার আদিবাসীরা * ইউক্রেন যুদ্ধে পুতিনের পতনের শংকা রাশিয়ার বিরোধী নেতা কারা মুর্জার * মধ্যপ্রাচ্যকে বড় যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন নেতানিয়াহু: ম্যাক্রোঁ * খাগড়াছড়ি-রাঙামাটি পরিদর্শনে সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল * হিজবুল্লাহ কমান্ডার ইব্রাহিমের মাথার দাম ছিল ৭০ লাখ ডলার

আহমেদিনেজাদ ‘গ্রেপ্তার’

news

নাম - ছবি : সংগ্রহীত


ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদকে ‘গ্রেপ্তার’ করেছে দেশটির সরকার। লন্ডন ভিত্তিক দৈনিক আল কুদস আল আরাবি শনিবার ‘তেহরানের বিশ্বস্ত সূত্রের’ বরাত দিয়ে এমন একটি খবর প্রকাশ করেছে। ওই প্রতিবেদন উদ্বৃত করে টাইমস অব ইসরাইল, আল আরাবিয়া একই খবর দিলেও ইরানের কোন গণমাধ্যমে এখনও গ্রেপ্তারের খবর আসে নি।
আল কুদস আল আরাবি দৈনিকের খবরে বলা হয়, সরকারের বিরুদ্ধে অস্থিরতা উস্কে দেয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে আহমেদিনেজাদকে। গেল ২৮শে ডিসেম্বর ইরানের পশ্চিমে বুশেহর শহরে এক সফরে গিয়ে আহমেদিনেজাদ বলেছিলেন, ‘বর্তমান নেতাদের কয়েকজন জনগণের সমস্যা ও উদ্বেগ সম্পর্কে অবগত নয়। তারা জনগণ বিচ্ছিন্ন জীবন যাপন করছেন।
সমাজের বাস্তবতা নিয়ে তারা কিছুই জানেন না।’ আল কুদস আল আরাবি’র প্রতিবেদনে বলা হয়, অর্থনীতি নিয়ে সরকার বিরোধী প্রতিবাদ যখন বেগবান হচ্ছে তখনই আহমেদিনেজাদের এমন মন্তব্যের কারণেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। খবরে এও বলা হয়, কর্তৃপক্ষ সাবেক প্রেসিডেন্ট আহমেদিনেজাদকে গৃহবন্দি রাখার বিষয়টি বিবেচনা করছে।
উল্লেখ্য, সাম্প্রতিক সরকার বিরোধী বিক্ষোভে এখন পর্যন্ত কমপক্ষে ২৩ জনের প্রাণহানি হয়েছে। গ্রেপ্তার হয়েছে কয়েক শ মানুষ। এসব বিক্ষোভের পাল্টা জবাবে সরকারপন্থীরাও সমাবেশ করেছে।

আন্তর্জাতিক ডেস্ক:

মন্তব্য করুন