• , |
  • ঢাকা, বাংলাদেশ ।
সর্বশেষ নিউজ
* নিবন্ধনভুক্ত সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের সিদ্ধান্ত * ফিলিস্তিনিদের মাতৃভূমি থেকে জোরপূর্বক স্থানান্তরে ওআইসি’র নিন্দা * বাংলাদেশে বিনিয়োগের পরিকল্পনা আমিরাতের দুই শীর্ষ কোম্পানির * এক মাসের মধ্যে নতুন বিশ্ববিদ্যালয়ের কাজ শুরুর দাবি ৭ কলেজ শিক্ষার্থীদের * রেল ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জামায়াতের * যুক্তরাষ্ট্রের হাত থেকে বাঁচতে মেয়ে সেজে লুকিয়ে ছিলেন পানামার স্বৈরশাসক নরিয়েগা * আল হেলাল ছাড়লেন নেইমার, যাচ্ছেন কোথায়? * নির্বাচনের জন্য সংস্কারের প্রতি গুরুত্ব দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন: সিইসি * দুই উপদেষ্টার সাথে বৈঠকের পর কর্মসূচি প্রত্যাহার সাত কলেজের শিক্ষার্থীদের * ময়মনসিংহে ট্রেন রেখে পালাল চালক, অবরুদ্ধ স্টেশন মাস্টার

ইফতারের জন্য ডাল কাবাব তৈরির সহজ রেসিপি

news-details

ডাল কাবাব, ছবি: সংগৃহীত


ইফতারের জন্য ঝটপট কোনো কাবাব তৈরি চাইলে বেছে নিতে পারেন ডাল কাবাব। এটি খেতে সুস্বাদু এবং তৈরি করতে সময় লাগে একদমই কম। ঘরে থাকা মসুর ডাল ও অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করা যায় এই কাবাব। ইফতারের থালায় এই কাবাব থাকলে খেতে সবাই পছন্দ করবে। চলুন তবে জেনে নেওয়া যাক ডাল কাবাব তৈরির রেসিপি-

 

তৈরি করতে যা লাগবে

মসুর ডাল- ১ কাপ

পানি- ২ কাপ

পেঁয়াজ কুচি- ১টি

রসুন বাটা- ১ চা চামচ

সরিষার তেল- ২ চা চামচ

হলুদ গুঁড়া- আধা চা চামচ

মরিচ গুঁড়া- এক চিমটি

কাবাব মসলা- ১ চা চামচ

লবণ- স্বাদমতো

শুকনা মরিচ ৩টি- (ভেজে গুঁড়া করা)

ধনিয়াপাতা কুচি- পরিমাণমতো

ডিম- ১ টি

ব্রেড ক্রাম- পরিমাণমতো

সয়াবিন তেল ভাজার জন্য।

 

যেভাবে তৈরি করবেন

ডাল ভিজিয়ে রাখুন আধা ঘণ্টার মতো। এরপর ভালো করে ধুয়ে তাতে ২ কাপ পানি, পেঁয়াজ কুচি ১টির অর্ধেক (বাকি অর্ধেক পরে মাখানোর সময় দিতে হবে), রসুন বাটা, সরিষার তেল, কাবাব মসলা বা চটপটি মসলা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া ও লবণ দিয়ে সেদ্ধ করে নিন।

ডাল সেদ্ধ হয়ে পানি শুকিয়ে গেলে নামিয়ে ঠান্ডা করে নিন। এবার এর সঙ্গে পেঁয়াজ কুচি, শুকনো মরিচ, ধনিয়াপাতা কুচি দিয়ে ভালো করে মাখিয়ে কাবাবের আকৃতিতে গড়ে নিন। এবার ডিমের গোলায় চুবিয়ে ব্রেড ক্রাম লাগিয়ে ফ্রিজে ১০/১৫ মিনিট রেখে দিন। এরপর বের করে ডুবো তেলে ভেজে নিন। মুচমুচে হলে নামিয়ে নিন। ইফতারে পরিবেশন করুন সুস্বাদু ডাল কাবাব।


এনএনবিডি ডেস্ক :

মন্তব্য করুন