• , |
  • ঢাকা, বাংলাদেশ ।
সর্বশেষ নিউজ
* সেনাকুঞ্জে জামায়াত আমীর ডা. শফিকুর রহমান * বৈষম্যহীন ও শোষণহীন স্বপ্নের দেশ গড়তে চাই: প্রধান উপদেষ্টা * ‘শেখ হাসিনাকে ফেরানো নিয়ে পররাষ্ট্রসচিবদের বৈঠকে আলোচনার সুযোগ আছে’ * খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় ছাত্র আন্দোলনের নেতাদের * ঢাবিতে ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়াল কর্তৃপক্ষ * সেনাকুঞ্জে খালেদা জিয়াকে সম্মান জানানোয় গোটা জাতি আনন্দিত: মির্জা ফখরুল * রাশিয়া আন্তঃমহাদেশীয় মিসাইল ছুড়েছে, দাবি ইউক্রেনের * ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১২১৪ * এমন বাংলাদেশ গড়তে চাই, যেখানে জনগণই হবে সকল ক্ষমতার মালিক: প্রধান উপদেষ্টা * প্রধান উপদেষ্টার সঙ্গে খালেদা জিয়ার শুভেচ্ছা বিনিময়

ইবির ৮ শিক্ষার্থী পেল ‘ডিনস অ্যাওয়ার্ড

news

নাম - ছবি : সংগ্রহীত


ইবি প্রতিনিধি- ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১০-২০১১ শিক্ষাবর্ষে বি এস সি সম্মান পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য ৮ জন শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার বেলা ১২ টায় ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ১৪০ নং কক্ষে হল রুমে শিক্ষার্থীদের আওয়ার্ড দেওয়া হয়।

ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড.মো: শামসুল আলম সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এম.এ সাত্তার হোসেন। এসময় পরিসংখ্যান বিভাগের শিক্ষক ও সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন উপস্থিত ছিল। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের শিক্ষার্থী মাহমুদ হাসান রনি ও সুপ্রিয়া সিংহ রায়।

অনুষ্ঠানের প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আশকারী ডিনস আওয়ার্ড প্রাপ্তদের মাঝে ক্রেস্ট তুলে দেন। ডিনস প্রাপ্ত শিক্ষার্থীরা ২০১০-২০১১ শিক্ষাবর্ষের ফলিত পদার্থবিজ্ঞান, ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন বিভাগের মোত্তালিব হোসেন, ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের রওনক জাহান, কম্পিউটার সায়েন্সএন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবরিনা ফৌরদৌস, ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের খানজাহান আলী, , বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের আরিফুল ইসলাম্, ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের আকলিমা সুলতানা, গনিত বিভাগের মোজ্জামেল হোসেন ও পরিসংখ্যান বিভাগের মাহফুজুর রহমান।


মু'তাসিম বিল্লাহ পাপ্পু

মন্তব্য করুন