• , |
  • ঢাকা, বাংলাদেশ ।
সর্বশেষ নিউজ
* ঢাবির রাজনীতিবিষয়ক কমিটির কার্যক্রম শুরু * ফার্মগেটে মানসী প্লাজায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট * লাইসেন্সের দাবিতে রবিবার বিক্ষোভ করবে রিকশা-ভ্যান, ইজিবাইক শ্রমিকরা * অক্টোবরে সড়কে ঝরেছে ৪৭৫ প্রাণ * এক বছরের মধ্যে ৬১.১% মানুষ নির্বাচন চান, সব সংস্কার শেষে ৬৫.৯%: জরিপ * চীনা দূতাবাসের আউটস্ট্যান্ডিং প্রমোশনাল পার্টনার অ্যাওয়ার্ড পেল অ্যাবকা * রোববার ১০ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় * বাংলাদেশের জার্সিতে হামজার খেলা নিয়ে শঙ্কা * ঝাড়খণ্ডে জনমুক্তি-কংগ্রেস, মহারাষ্ট্রে বিজেপি জোটের জয় * গাজীপুরে পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্টে ৩ শিক্ষার্থীর মৃত্যু

ওআইসি সম্মেলন: অতিথিদের জন্য বিলাসবহুল গাড়ি কেনার উদ্যোগ

news

নাম - ছবি : সংগ্রহীত


ওআইসিভূক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন সামনে রেখে ৩০টি মার্সিডিজ বেঞ্জ এবং বিএমডব্লিউ গাড়ি আমদানি করতে যাচ্ছে বাংলাদেশ সরকার।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের চাহিদার প্রেক্ষিতে এমন প্রস্তাব অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে তোলা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে।

২০১৮ সালের মে মাসে ঢাকায় ওআইসি দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা।

এত যোগ দিতে অন্যান্য দেশ থেকে যেসমস্ত অতিথিরা আসবেন তাদের যাতায়াত ও পরিবহনের জন্য এসব গাড়ি আমদানি করবে বাংলাদেশ সরকার।

এসব গাড়ি সরাসরি কম্পানির কাছ থেকে কেনা হবে । প্রতিটি গাড়ির ক্ষেত্রে কম-বেশি ৭০ থেকে ৮০ লাখ টাকার মত খরচ পড়বে বলে জানা গেছে।

সচিবালয়ে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় আজ বুধবার এ বিষয়ে নীতিগত অনুমোদনের জন্য এ সংক্রান্ত প্রস্তাব উপস্থাপন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন সচিব মুন্সি শাহাবুদ্দিন আহমেদ।

বিলাসবহুল এসব গাড়ি শুল্কমুক্ত সুবিধায় কেনার বিষয়ে এখন অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদন পেলেই আর কোনও বাধা থাকবে না।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রস্তাবনায় বলা হয়েছে, ঢাকায় অনুষ্ঠিতব্য ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে আসা অতিথিদের যাতায়াতের জন্য বাংলাদেশের পক্ষ হতে প্রয়োজনীয় পরিবহন সুবিধা দেয়ার জন্য ৩০টি মার্সিডিজ বেঞ্জ/বিএমডব্লিউ গাড়ি আমদানি প্রয়োজন। এগুলো শুল্কমুক্ত সুবিধায় কেনার বিষয়ে প্রধানমন্ত্রীর নীতিগত অনুমোদন রয়েছে।

সচিব মুন্সি শাহাবুদ্দিন আহমেদ বিবিসি বাংলাকে বলেন, "মূলত পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রস্তাব এসেছে। সেজন্য আমরা গাড়িগুলো কিনে দেয়ার ব্যবস্থা করছি"।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের এই সচিব আরও বলেন, "বিদেশী অতিথিরা আসবে তাদের সামনে দেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরাই এর লক্ষ্য। অতিথিরা যারা আসবেন তারা তো উন্নত মডেলের গাড়িতে চলাচল করে অভ্যস্ত। তাদের সুবিধার কথা ভেবেই এই প্রস্তাবটি এসেছে"।

এর আগে ১৯৮৩ সালে ওআইসি পররাষ্ট্র মন্ত্রীদের বৈঠক হয়েছিল এবং সেসময় টয়োটা ক্রেসিডা গাড়ি কেনা হয়েছিল বলে উল্লেখ করেন মি: আহমেদ।

সম্মেলনের পর এসব গাড়ির কি হবে?

আইভরি কোস্টের ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের ৪৪তম সম্মেলনে সিদ্ধান্ত হয়, আগামী বছর ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের ৪৫তম সম্মেলনের আয়োজন হবে ঢাকায়।

কিন্তু সম্মেলন শেষে বহুমূল্য এসব গাড়ি কি করা হবে?

পরিকল্পনা অনুসারে কিছু গাড়ি পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেয়া হবে।

কর্মকর্তাদের তরফ থেকে বলা হচ্ছে, ভবিষ্যতে আমন্ত্রিত অতি গুরুত্বপূর্ণ অতিথিদের জন্য সেসব গাড়ি ব্যবহার করা হবে।

এ ধরনের কেনা গাড়ি অতীতে বিভিন্ন মন্ত্রণালয় এবং মন্ত্রীদের কাজে ব্যবহার করা হয়েছে।


এনএনবিডি ডেস্ক

মন্তব্য করুন