কক্সবাজার আওয়ামী লীগের সম্মেলনে মোবাইল চুরি
কক্সবাজারের টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের অনুষ্ঠানস্থল থেকে অর্ধশতাধিক মোবাইল চুরির ঘটনা ঘটেছে।
রোববার (১১ সেপ্টেম্বর) দুপুরে টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত সম্মেলনে আমন্ত্রিত অতিথিদের আগমনের মুহূর্তে এ ঘটনা ঘটে। পরে একই দিন এ ঘটনায় একাধিক জিডি (সাধারণ ডায়েরি) করেছেন ভুক্তভোগীরা।
তবে প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রায় চারজন নেতৃস্থানীয় ব্যক্তির প্রায় লাখ টাকা মূল্যের মোবাইল চুরি হয়েছে। জানা গেছে, দীর্ঘ ৯ বছর পর রোববার দুপুরে টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুইপ আবু সাঈদ আল মাহমুদ (স্বপন)।
আরও পড়ুন : চোর, ডাকাত, আওয়ামী লীগ থেকে মুক্তি চাই : মির্জা ফখরুল
পরে সম্মেলন শুরু হয় বেলা ১১ টায়। প্রথম পর্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিকে অনুষ্ঠানে প্রধান অতিথিসহ উদ্বোধক ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ আগমনের সময় তাদের অভ্যর্থনা জানাতে স্থানীয় নেতারা যখন ব্যস্ত ছিলেন, তখনই সুযোগ বুঝে চোর চক্র হাতিয়ে নেয় তাদের মোবাইল ফোন।
আরও পড়ুন : বিএনপি ও আ.লীগের পাল্টাপাল্টি সমাবেশে উত্তপ্ত উত্তরা
তবে ধারণা করা হচ্ছে অর্ধশতাধিক মোবাইল চুরি হয়েছে। হ্নীলা ইউনিয়ন আ.লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী বলেন, রোববার দুপুরে সম্মেলন চলাকালীন সংঘবদ্ধ একটি চোর চক্র ভিড়ের সুযোগে এ ঘটনা ঘটিয়েছে।
তবে হারিয়ে যাওয়ার মোবাইল ফোনের জন্য থানায় সাধারণ ডায়েরি করা হয়ছে।
আরও পড়ুন : চবির মূল ফটক অবরোধ করে বিক্ষোভ ছাত্রলীগের পদবঞ্চিতদের
এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, রোববার দুপুরে উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের মিছিলের ভিড়ে ছবি তুলতে গিয়ে ধাক্কাধাক্কিতে অনেকের মোবাইল ফোন হারিয়ে যেতে পারে। এ ঘটনাগুলো চুরি কি না, তা খতিয়ে দেখা হবে।
জেলা সংবাদদাতা
মন্তব্য করুন