• , |
  • ঢাকা, বাংলাদেশ ।
সর্বশেষ নিউজ
* দিনাজপুর শহর জামায়াতের উদ্যোগে ওলামা মাশায়েখদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত * শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শুরু * রাঙামাটিতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট * রাজধানীতে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২ * লেবাননে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডারসহ নিহত ১৪ * ইউনূসকে নিয়ে অযথাই শঙ্কায় নয়াদিল্লি * ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত মানবে না ছাত্রদল * জাবিতে শামীমকে পিটিয়ে হত্যায় ছাত্রলীগ নেতা হাবিব গ্রেফতার * তোফাজ্জল হত্যার দায় স্বীকার করে ৬ ঢাবি শিক্ষার্থীর জবানবন্দি * যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় জামায়াতকে প্রস্তুত থাকতে হবে : বুলবুল

জয়ের ধারায় ফিরেছে ম্যানচেস্টার সিটি

news

নাম - ছবি : সংগ্রহীত


২০১৭ সালের শেষ দিনে ক্রিস্টাল প্যালেসের সঙ্গে গোলশূন্য ড্র করে হোঁচট খেয়েছিল ম্যানচেস্টার সিটি। বছরের শেষটা করতে পারেনি ভালোভাবে। তবে নতুন বছরের শুরুতে আবার জয়ের ধারায় ফিরেছে ম্যানসিটি। ৩-১ গোলের সহজ জয় পেয়েছে ওয়াটফোর্ডের বিপক্ষে।

এবারের মৌসুমের মাঝপথে এসেই শিরোপা জয় অনেকখানি নিশ্চিত করে ফেলেছে পেপ গার্দিওলার ম্যানসিটি। এখন পর্যন্ত ইংলিশ প্রিমিয়ার লিগের ২২টি ম্যাচ খেলে একটিতেও হারের মুখ দেখেনি ব্লুরা। ৬২ পয়েন্ট নিয়ে সবার চেয়ে অনেকখানি এগিয়ে গেছে ম্যানসিটি। দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধানও অনেক। ২২ ম্যাচ খেলে ৪৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ম্যানইউ।

নতুন বছরে নিজেদের প্রথম ম্যাচে জয় পেতে কোনো সমস্যাই হয়নি ম্যানচেস্টার সিটির। নিজেদের মাঠে প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে গেছে পেপ গার্দিওলার শিষ্যরা। খেলা শুরুর মাত্র ১ মিনিটের মাথায় দলের পক্ষে প্রথম গোলটি করেছিলেন রহিম স্টার্লিং। ১৩ মিনিটের মাথায় দ্বিতীয় গোলটি অবশ্য ম্যানসিটি পেয়েছে প্রতিপক্ষের রক্ষণভাগের দুর্বলতার সুযোগের। বল ক্লিয়ার করতে গিয়ে সেটা নিজেদের জালেই জড়িয়ে দিয়েছিলেন ওয়াটফোর্ডের ডিফেন্ডার ক্রিশ্চিয়ান কাবাসেলে। দ্বিতীয়ার্ধে ৬৩ মিনিটের মাথায় তৃতীয় গোলটি করে ম্যানসিটির জয় নিশ্চিত করে ফেলেন আর্জেন্টাইন স্ট্রাইকার সার্জিও আগুয়েরো। ৮২ মিনিটে ওয়াটফোর্ডের পক্ষে সান্ত্বনাসূচক একটি গোল করতে পেরেছেন আন্দ্রে গ্রে।

প্রিমিয়ার লিগের অপর ম্যাচে সোয়ানসি সিটির বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে টটেনহাম। ২১ ম্যাচ খেলে ৪০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে আছে টটেনহাম।

স্পোর্টস ডেস্ক

মন্তব্য করুন