টাঙ্গাইলে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের তিনদিনের কর্মবিরতি চলছে
-
আবু কাওছার আহমেদ, টাঙ্গাইল থেকে
-
28 January, 2018 12:00 AM
-
নাম - ছবি : সংগ্রহীত
পৌর কর্মকর্তা-কর্মচারীদের সরকারি কোষাগার থেকে বেতন-ভাতা ও পেনশন প্রাপ্তির লক্ষ্যে টানা তিনদিনের কর্মবিরতি শুরু করেছেন টাঙ্গাইল জেলা পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশন। ২৮ জানুয়ারি রবিবার সকাল ১০টা থেকে পৌরসভার সামনে তারা এই কর্মবিরতী পালন শুরু করে। চলবে বিকেল ৫ টা পর্যন্ত।
এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের সভাপতি শিব্বির আহমেদ আজমী, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সহ-সভাপতি শাহনেওয়াজ পারভিন প্রমুখ। টাঙ্গাইল পৌরসভার বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
টাঙ্গাইল পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের সভাপতি শিব্বির আহমেদ আজমী বলেন, আমরা পৌর কর্মকর্তা-কর্মচারীর পৌরসভার উন্নয়নে কাজ করে থাকি। কিন্তু আমরা বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। তাই আমাদের দাবি আদায়ের লক্ষে সংশ্লিষ্ট কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের এই কর্মবিরতি চলবে।
এতে ভোগান্তিতে পড়েছেন পৌরসভায় সেবা নিতে আসা সাধারণ জনগণ।
আবু কাওছার আহমেদ, টাঙ্গাইল থেকে
মন্তব্য করুন