• , |
  • ঢাকা, বাংলাদেশ ।
সর্বশেষ নিউজ
* জলবায়ুর ক্ষতি কমাতে বিলাসী জীবনাচরণ পরিবর্তনের তাগিদ প্রধান উপদেষ্টার * ৭১ পূর্ববর্তী সম্মান ফিরে পেতে শেখ পরিবারকে ক্ষমা চাইতে হবে: মাহফুজ * জলবিদ্যুতের জন্য দক্ষিণ এশিয়া গ্রিড তৈরির আহ্বান প্রধান উপদেষ্টার * সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ ৩ দিনের রিমান্ডে * ঋণ সুবিধা মানুষের অধিকার: প্রধান উপদেষ্টা * খালেদা জিয়ার উপদেষ্টা রোজি কবিরের ইন্তিকাল * জাতি হিসেবে আমাদের সহনশীল হতে হবে: মির্জা ফখরুল * নাহিদ আসিফরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়েই রাজপথে নেমেছিল: সারজিস * বিপিএলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ * হাসিনার ট্রাভেল ডকুমেন্টে কী লিখেছে ভারত

টাঙ্গাইলে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত

news

নাম - ছবি : সংগ্রহীত


‘কুষ্ঠ আক্রান্ত বালক বালিকায়, আর কোন বিকলাঙ্গতা নয়’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে টাঙ্গাইলে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত হয়েছে।

২৮ জানুয়ারি রবিবার সকালে শহরের বকুল তলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আকুরটাকুর পাড়া সিভিল সার্জনের সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়। টাঙ্গাইল সিভিল সার্জন কার্যালয় ও ডেমিয়েন ফাউন্ডেশন-টিটিএলসিপির যৌথ উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়।

টাঙ্গাইলে ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মো. ইব্রাহীম হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিডিসি’র জুনিয়র কলসালটেন্ট ডা. মো. তৌফিক হাসান, সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা মো. মঞ্জুর হাসান তালুকদার, সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. মো. শরিফুল ইসলাম, ডেমিয়েন ফাউন্ডেশনের ফিল্ড ডিরেক্টর ডা. মো. কামরুজ্জামান, টিএলসিও মো. মোজাম্মেল হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিভিল সার্জন কার্যালয়ের পিও মো. নূরুল ইসলাম।

আবু কাওছার আহমেদ, টাঙ্গাইল থেকে

মন্তব্য করুন