• , |
  • ঢাকা, বাংলাদেশ ।
সর্বশেষ নিউজ
* সুষ্ঠু নির্বাচনের জন্য যা করা দরকার তাই করব: সিইসি * পাঁচ বিসিএসে নিয়োগ পাবে ১৮ হাজার ১৪৯ জন * শপথ নিলেন নতুন সিইসি ও ৪ নির্বাচন কমিশনার * সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ৩ কেএনএ সন্ত্রাসী নিহত * নুহাশের সিনেমার ৫০ লাখ টাকার বরাদ্দ বাতিল * মার্কিন–ইহুদি তরুণদের ৩৭ শতাংশ হামাস–সমর্থক: ইসরায়েলের জরিপ * পর্তুগাল সফরে গে‌ছেন পররাষ্ট্র উপদেষ্টা * আবারো রাজধানীতে ব্যাটারিচালিত রিকশাচালকদের সড়ক অবরোধ * ভুল করলে শুধরে দেবেন: নাহিদ * পেটে ক্ষুধা থাকলে সংস্কারের কথা ভালো লাগে না: মান্না

ঢাকা ত্যাগ করলেন মাওলানা সাদ

news

নাম - ছবি : সংগ্রহীত


তাবলিগ জামাতের একাংশ, হেফাজত ও কওমিপন্থী আলেমদের বিরোধিতার মুখে টঙ্গীতে বিশ্ব ইজতেমায় অংশ না নিয়েই ফিরে যেতো হলো মাওলানা মোহাম্মদ সাদ কান্ধলভিকে। শনিবার বেলা পৌনে ১২টার দিকে মাওলানা মোহাম্মদ সাদ তার সফরসঙ্গীদের নিয়ে ঢাকা ছাড়েন। বিতর্কিত ও আপত্তিকর মন্তব্যের কারণে সমালোচিত হয়েছিলেন দিল্লির নিজামুদ্দিন মারকাজের এই জিম্মাদার।

রমনা থানার ওসি কাজী মাইনুল ইসলাম বলেন, মাওলানা মোহাম্মদ সাদকে পর্যাপ্ত নিরাপত্তা দিয়ে আমরা বিমানবন্দরে পৌঁছে দিয়েছি।

আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এএসপি তারিক আহমেদ আস সাদিক জানান, শনিবার বেলা পৌনে ১২টায় জেড এয়ারওয়েজের একটি বিমানে মাওলানা মোহাম্মদ সাদ কান্ধলভি ঢাকা ত্যাগ করেন।

বিশ্ব ইজতেমায় যোগ দিতে গত বুধবার ঢাকায় আসেন মাওলানা মোহাম্মদ সাদ। কিন্তু বিতর্কিত ও আপত্তিকর মন্তব্যের কারণে সমালোচিত মাওলানা সাদ ওই দিনই বিমানবন্দরে তাবলিগ জামায়াতের একাংশ ও আলামা-ওলামাদের বিক্ষোভ মুখে পড়েন। মাওলানা সাদ কান্ধলভী তার নিজের বিতর্কিত বক্তব্য প্রত্যাহার না করা পর্যন্ত তাকে ইজতেমা ময়দানে যেতে দেয়া হবে না বলে জানান বিক্ষোভকারীরা। আইন-শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তায় ওই দিন বিকেলে তাকে কাকরাইলে নেয়া হয়। শুক্রবার তিনি এই মসজিদে জুমার নামাজে বয়ান করেন।

এ দিকে বিশ্ব ইজতেমার বাইরে মাওলানা সাদ কান্ধলভীকে নিয়ে বিতর্ক থাকলেও ইজতেমা ময়দানে এর কোনো প্রভাব পড়তে দেখা যায়নি। মাওলানা সাদকে কেন্দ্র করে বাইরে সৃষ্ট বিতর্ক ও উত্তেজনা ইজতেমা ময়দানের ভেতরে মুসল্লিদের মাঝে কোনো প্রভাব ফেলেনি। আগত মুসল্লিদের যার যার মত নামাজ আদায়, বয়ান শোনা ও ধর্মীয় কাজে মগ্ন থাকতে দেখা গেছে। আখেরি মোনাজাতের আগ পর্যন্ত ইজতেমায় মুসল্লিদের আগমন অব্যাহত রয়েছে।

স্টাফ রিপোর্টার:

মন্তব্য করুন